ট্রাম্পের হুঁশিয়ারি: অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করলে আবারও হামলা করবে যুক্তরাষ্ট্র
ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তবে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইরান অস্ত্র তৈরির পথে এগোলে আমরা অবশ্যই আবার হামলা চালাবো, এতে কোনো সন্দেহ নেই।”
এর আগে ২১ জুন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় বি-২ স্টেলথ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের ফর্দো, নাতাঞ্জ এবং ইসফাহান অঞ্চলে অবস্থিত এই পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “যদি ইরান আবার পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে, আমরা বসে থাকবো না। প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগেই, ১৩ জুন ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। ট্রাম্প জানান, এই সংঘাতে ইরানের শীর্ষ নেতারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তবে ২৩ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়, যা ট্রাম্প ‘উপযুক্ত সময়ের পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, তেহরান শান্তিপূর্ণ গবেষণার কথা বলে গোপনে অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরান এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছে।
