Breaking News:

ফেসবুক সরগরম ‘হ্যাঁ’ ‘না’ পোস্টে, কিন্তু কেন?

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন সরগরম ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবকে কেন্দ্র করে চলছে তুমুল আলোচনা-সমালোচনা ও প্রচারণা।

গত ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিতে ১৮ দফা সুপারিশ পেশ করে। সুপারিশে দলটি নভেম্বর মাসেই গণভোট আয়োজনের আহ্বান জানায়।

তবে এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিভাজন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘না’ প্রচারণা চালাচ্ছেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ফেসবুক পেজে ‘না’ লিখে একটি পোস্ট দিয়েছেন, যা বেশ আলোচিত হয়েছে।

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাঁ’ লিখে পোস্ট দেওয়া হয়েছে, যা তরুণ সমাজের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় কমিশন।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, “আজই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করা হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়—এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।”

ফলে নির্বাচন ঘিরে গণভোট ইস্যুতে দেশের রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন ধারা ও তর্ক-বিতর্কের ঝড়।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!