Breaking News:

কুমিল্লায় বিএনপির নাম ভাঙিয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি, বিক্ষোভে ব্যবসায়ীরা

কুমিল্লায় বিএনপির নাম ভাঙিয়ে এক যুবলীগ নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর চকবাজার এলাকায় দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসেন ব্যবসায়ীরা।
এ সময় তারা চকবাজার–রাজগঞ্জ সড়ক অবরোধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


🔹 অভিযোগের কেন্দ্রবিন্দুতে রুবেল

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল কুমিল্লার সাবেক এমপি বাহারের কর্মী ও যুবলীগ নেতা ছিলেন।
তিনি ক্ষমতাসীন দলের সঙ্গে ওঠাবসা করে সুবিধাভোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, সরকার বদলালেই তিনি দল বদলে নতুন ক্ষমতার ঘনিষ্ঠ হয়ে পড়েন।


🔹 বিএনপি নেতার অভিযোগ

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন বলেন,

“জুলাই গণঅভ্যুত্থানের পর কুমিল্লায় কিছু সুযোগসন্ধানী ব্যক্তি ফ্যাসিবাদী শক্তির দোসর হিসেবে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকব্যবসা শুরু করেছে।
কেউ কেউ বাড়ি নির্মাণে ইট–বালু সরবরাহের নামে মানুষকে বাধ্য করছে।”

তিনি আরও বলেন,

“এইসব অপরাধীদের এলাকাভিত্তিক তালিকা তৈরি করে ওয়ার্ডে ওয়ার্ডে তাদের নাম ও পৃষ্ঠপোষকদের নাম প্রকাশ করতে হবে। দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”


🔹 এনসিপি নেতার প্রতিক্রিয়া

কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশেদুল হাসান বলেন,

“চকবাজারে ব্যবসায়ীরা আজ দুঃসাহসিক প্রতিবাদ করেছে।
ক্যাডার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ একজোট হয়েছে—এটাই জনতার জাগরণ।”

তিনি আরও বলেন,

“যেই সরকারই ক্ষমতায় থাকুক, জনগণের বাকস্বাধীনতা ও ইন্টারনেটের উপর দুঃশাসন চাপিয়ে কেউ বেশিদিন টিকতে পারবে না।”


🔹 এবি পার্টির অবস্থান

কুমিল্লা মহানগর এবি পার্টির সভাপতি গোলাম সামদানী বলেন,

“চকবাজার এলাকায় চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে সক্রিয়।
ব্যবসায়ীরা দোকান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন,
চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।”


🔹 পুলিশের বক্তব্য

কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন,

“রুবেল নামে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে।
ব্যবসায়ীরা এরই প্রতিবাদে সড়কে নেমেছে।
জানা গেছে, সে আগে আওয়ামী লীগ করতো।”


📍 বর্তমান পরিস্থিতি

বিক্ষোভের পর থেকে চকবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন—
“যেই দলেরই হোক, চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!