Breaking News:

যেসব ‘হেভিওয়েট’ বিএনপি নেতার ঠাঁই হয়নি প্রার্থী তালিকায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (তারিখ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রাথমিক তালিকায় দেখা গেছে, কমপক্ষে ১২ জন হেভিওয়েট বিএনপি নেতা এবার বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে রয়েছেন দলের বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় পদধারী নেতা।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাদের মধ্যে বরিশাল-২ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক, এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবার প্রার্থী তালিকায় জায়গা পাননি।

এছাড়া দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক এমপি নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী—সবাই এবার বাদ পড়েছেন তালিকা থেকে।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানবেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং নবনিযুক্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নামও অনুপস্থিত মনোনয়ন তালিকায়।

চুয়াডাঙ্গা-১ আসন থেকে দু’বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবারও প্রার্থী হচ্ছেন না। তার জায়গায় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মো. শরীফুজ্জামানের

এদিকে দলীয় সূত্র জানায়, এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার নীতি এবার কঠোরভাবে অনুসরণ করছে বিএনপি। ফলে সিনিয়র নেতাদের পরিবারের অনেক সদস্যই মনোনয়ন পাননি।

ঢাকা-১০ আসনে আলোচনায় থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীমরবিউল ইসলাম রবি, দু’জনের নামই বাদ গেছে। এছাড়া সংরক্ষিত আসনের সাবেক এমপি রুমিন ফারহানার নামও নেই এবারের প্রাথমিক তালিকায়।

মাগুরা থেকেও আলোচিত নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে।দলীয় সূত্রে জানা যায়, চূড়ান্ত তালিকা ঘোষণার আগে আরও কিছু পরিবর্তন ও সংযোজন হতে পারে, তবে প্রাথমিক তালিকায় বড় নেতাদের বাদ পড়া ইতোমধ্যেই দলের ভেতরে আলোচনার জন্ম দিয়েছে।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!