ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে কমপক্ষে ৩২ জন নিহত
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) দক্ষিণ-পূর্ব লুয়ালাবা প্রদেশের কালান্দো এলাকায় একটি তামা ও কোবাল্ট খনিতে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়টি রোববার নিশ্চিত করেন লুয়ালাবা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয় কাউম্বে মায়োন্ডে।—খবর আল জাজিরা।
সরকারি কর্মকর্তারা জানান, খনির প্রবেশমুখে থাকা সেতুটি অতিরিক্ত ভিড়ের কারণে ধসে পড়ে। যদিও প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের ঝুঁকি থাকায় খনিতে প্রবেশে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ছিল, তারপরও বহু খনিশ্রমিক সেখানে ঢুকে পড়েন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত সেতুর দিকে দৌড়াতে গিয়ে তারা একে অপরের ওপর পড়ে যান। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
খনি খাত তদারকি সংস্থা ডিআরসি’র আর্টিসানাল অ্যান্ড স্মল-স্কেল মাইনিং সাপোর্ট অ্যান্ড গাইডেন্স সার্ভিস–এর প্রতিবেদনে বলা হয়, আতঙ্কিত শ্রমিকদের চাপে সেতুটি ভেঙে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী মায়োন্ডে মৃতের সংখ্যা অন্তত ৩২ জন উল্লেখ করলেও খনি খাতের সরকারি প্রতিবেদনে মৃত্যু সংখ্যা ৪০ জনেরও বেশি বলে জানানো হয়েছে।
প্রতিবেদন আরও জানায়, কালান্দোর এই খনিটি দীর্ঘদিন ধরে শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বেপরোয়া খনিশ্রমিক, একটি স্থানীয় সমবায় এবং খনিটির বৈধ পরিচালনাকারীদের মধ্যে চলমান বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।
জাতীয় মানবাধিকার কমিশনের প্রাদেশিক সমন্বয়কারী আর্থার কাবুলো জানান, শুধুমাত্র এই এলাকাতেই ১০ হাজারের বেশি খনি শ্রমিক কাজ করতেন।

