জামালপুরে ১৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারায় বেসরকারি কলেজ বন্ধ করে দিল শিক্ষা বোর্ড
জামালপুর শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ–এর ১৭ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারায় কলেজটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।
শুক্রবার (২৭ জুন) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়। জানা যায়, প্রতিষ্ঠানটির ১৭ জন শিক্ষার্থী নির্ধারিত সময়মতো পরীক্ষা ফি জমা দিলেও কলেজ কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র নিশ্চিত করতে ব্যর্থ হয়। ফলে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিভাবকরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে প্রতিষ্ঠানটি। কেউ কেউ জানান, কলেজ থেকে প্রাথমিকভাবে আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে না পারার মতো গুরুতর ঘটনায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে অন্যান্য প্রতিষ্ঠানেও নজরদারি বাড়ানো হবে।
উল্লেখ্য, গত বছর টাঙ্গাইলেও অনুরূপ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছিল।
