Breaking News:

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাহিদ জেনেভা ক্যাম্পেরই বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

নিহতের ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বল বলেন, “জাহিদ কল্যাণপুর মিজান টাওয়ারে আমার দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতো। আজ ভোরে ফজরের আজানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বের হয়ে সামনে এগিয়ে গেলে একটি বোমা এসে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়, এরপর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণ অনুসন্ধান ও ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!