Breaking News:

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো নির্ধারণের আহ্বান সারজিস আলমের

ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে সারজিস আলম লিখেন, সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম রয়েছেন। বর্তমানে তাদের বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও সাড়ে ৭ হাজার টাকা।

তিনি উল্লেখ করেন, “গতকাল নামাজ শেষে একটি মসজিদের ইমাম সাহেব জানালেন—এই সামান্য বেতনে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন। ফজর থেকে এশা পর্যন্ত মসজিদেই থাকতে হয়, অন্য কোনো উপার্জনের সুযোগ নেই। অথচ তাদের বিষয়ে কেউ কথা বলে না।”

সারজিস আলম জানান, পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। এনসিপির পক্ষ থেকে তারা ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টিকে অত্যন্ত যৌক্তিক মনে করেছেন এবং আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ইনশাআল্লাহ, খুব শিগগির আমরা এর বাস্তবায়ন দেখতে পাব।”

সারজিস আলম আক্ষেপ করে বলেন, “দুঃখজনক হলেও সত্য—বাংলাদেশের অনেক মসজিদে এখনো এমন ইমাম ও মুয়াজ্জিন আছেন, যারা মাসে ৫ হাজার টাকাও পান না। তাই একটি জাতীয় পর্যায়ের একক বেতন কাঠামো প্রণয়ন করা এখন সময়ের দাবি।”

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!