Breaking News:

হরিজন পল্লীর বাসিন্দা অরুনার হৃদয়স্পর্শী বক্তব্যে কাঁদলেন হাজারও মানুষ

শেরপুরে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার সাথে শহরের হরিজন সম্প্রদায়ের আলোচনা ও নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে শহরের ট্রাকস্ট্যান্ড এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই হরিজন পল্লীর বাসিন্দা অরুনা তাদের সম্প্রদায়ের মানুষের দুঃখ-কষ্টের জীবন নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন। তার বক্তব্যে পথসভায় উপস্থিত বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।

অরুনা বলেন, “ভোটের সময় আপনারা আমাদের কাছে আসেন, প্রতিশ্রুতি দেন উন্নয়নের। কিন্তু আমরা কিছুই পাই না। আমাদের সন্তানরা স্কুলে গেলে কেউ মেলামেশা করে না, কারণ সবাই ভাবে—আমরা মেথর, আমাদের সন্তানও মেথরই হবে।”

তিনি আরও বলেন, “আপনারা সন্তানদের দুধ-ডিম খাওয়ান, আমরা খাওয়াই পানিভাত। কখনো মুড়ি খেয়ে ঘুমায়, কখনো না খেয়ে।” স্বামীর তিন হাজার টাকার চাকরি চলে যাওয়ার পর কাজের জন্য বহু ঘুরেও কিছু পাননি বলেও জানান তিনি। তার এমন বক্তব্যে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তব্য শেষে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা মঞ্চ থেকে নেমে এসে অরুনাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন। মুহূর্তেই থমকে যায় পুরো পথসভা।

পরে উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী ঘোষণা দেন, “আজ কোনো রাজনৈতিক বক্তব্য হবে না।” তিনি তাৎক্ষণিকভাবে হরিজন পল্লীর বাসিন্দাদের জন্য মেডিক্যাল টিম, পোশাক ও শিশুখাদ্য বিতরণের ঘোষণা দেন।

পথসভায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, “আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শেরপুরের হরিজন পল্লীকে আধুনিক পল্লীতে রূপান্তর করা হবে—যেখানে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী, এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!