অতীতের দায় নয়, বর্তমানের জেনারেশনকে প্রতিনিধিত্ব করছি : আবিদুল ইসলাম খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেন,
“আপনারা ঘুরে ঘুরে খালি ওই অতীতে যাচ্ছেন। আমি বর্তমান জেনারেশনকে প্রতিনিধিত্ব করছি। আমি আমার বর্তমান জেনারেশনের জন্য দায়বদ্ধ, অতীতের জন্য আমি দায়বদ্ধ না। অতীতের ইতিহাস টেনে ছাত্রদলকে ফ্রেমিং করা উচিত নয়, এই জেনারেশনকে ফ্রেমিং করা উচিত নয়।”
প্রসঙ্গত, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে ছাত্রদলের বিরুদ্ধে গেস্টরুম-গণরুম, চাঁদাবাজি এবং হল দখলের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো অভিযোগ উঠেছিল। সেই সময়ের গণমাধ্যমে ছবিসহ একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় জনপ্রিয় প্ল্যাটফর্ম বাঁশেরকেল্লা এ বিষয়ে মন্তব্য করেছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী,
“শিবির হলে তাদেরকে অতীতের ইতিহাস টেনে ফ্রেমিং করা যাবে। ১৯৭১ সালে যখন বর্তমানের কোনো শিবির নেতার জন্মও হয়নি, তখনকার ইতিহাস টেনে তাদেরকে ট্যাগিং-ফ্রেমিং করা হয়। কিন্তু মাত্র দুই দশক আগের ঘটনার জন্য ছাত্রদলকে ফ্রেমিং করা যাবে না।”
এ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক পক্ষ মনে করে, ছাত্রদলের অতীত কর্মকাণ্ডের দায় এড়িয়ে যাওয়া সহজ নয়; আবার অন্য পক্ষের মতে, নতুন প্রজন্মকে পুরোনো অভিযোগে দায়ী করা অনুচিত।