Breaking News:

শাহরাস্তিতে বস্তাবন্দি শিশু হত্যার রহস্য উদঘাটন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামে বস্তাবন্দি অবস্থায় শিশু তাসনূহার (৩) মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন শিশুটির চাচি সাথী আক্তার। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) শাহরাস্তি থানা পুলিশের কাছে দেওয়া জবানবন্দীতে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

জবানবন্দীতে সাথী আক্তার জানান, বুধবার দুপুরে ভাতের মাড় ফেলতে গিয়ে তা শিশুটির গায়ে পড়ে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তিনি গলা চেপে ধরেন। এতে শিশুটি মারা গেলে নিজেকে বাঁচানোর জন্য মরদেহ বস্তাবন্দি করে প্রথমে ঘরের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখেন। পরদিন রাতে মরদেহটি বাড়ির পাশের পুকুরে ফেলে দেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পানচাইলের পাটোয়ারী বাড়ি থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করার পর তদন্ত শুরু করে তারা। এ সময় শিশুটির চাচা রিপন পাটোয়ারীর ঘরে রক্তের দাগ দেখে সন্দেহ হলে তাকে ও সাথী আক্তারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাথী হত্যার কথা স্বীকার করেন।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার বলেন, সাথী আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি এ ধরনের ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!