Breaking News:

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়। এ ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের মূল সুবিধাভোগী ছিলেন বলে দুদকের দাবি।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!