Breaking News:

মালয়েশিয়ায় এক ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র এক ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২৯ জুলাই) এই অভিযান পরিচালনা করেন ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান। তিনি জানান, ১৬০ জন কর্মকর্তা ওই এলাকায় অভিযান চালিয়ে ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেন। তাদের মধ্যে ২৫৪ জন স্থানীয় বাসিন্দা। এছাড়া ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। আটককৃতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

বাসরি ওথমান আরও জানান, ভিসার মেয়াদ শেষ হওয়া, ভিসা আইন অমান্যপরিচয়পত্র বহন না করার অভিযোগে এসব অভিবাসীদের আটক করা হয়। অনেকেই দোকানের কাস্টমার সেজে পালানোর চেষ্টা করেছিলেন, তবে তা ব্যর্থ হয়।

আটকদের সবাইকে সেলানগোরের বারানাংয়ের অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারিতেও একই এলাকায় অভিযান চালানো হয়েছিল।

এছাড়া, এর আগে ২৫ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ না হওয়ায় তাদের প্রবেশে অনুমতি দেওয়া হয়নি।

ওইদিন টার্মিনাল-১-এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!