উত্তরায় বিমান বিধ্বস্ত ভবনে ছিল ৫৯০ শিক্ষার্থী: মাইলস্টোনের অধ্যক্ষের বক্তব্য
ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের সময় প্রায় ৫৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খাঁন।
ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের সময় প্রায় ৫৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খাঁন।
সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ এয়ার স্পেস ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
অধ্যক্ষ বলেন, “আমাদের এখানে প্রতিদিন গড়ে ৮০-৮২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকে। সেই হিসেবে সেদিন ভবনটিতে আনুমানিক ৫৯০ শিক্ষার্থী ছিল।” তিনি আরও জানান, এই ক্যাম্পাসে মোট ৭৩৮ জন শিক্ষার্থী নিয়মিত আসা-যাওয়া করে।
বিমান বিধ্বস্তের পরপরই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের প্রথম কাজ ছিল শিক্ষার্থীদের খোঁজ নেওয়া, কেউ হারিয়ে গেছে কি না, অভিভাবকের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না—সেই বিষয়গুলো নিশ্চিত করা।”
সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঘটনার সময় সিসি ক্যামেরা খতিয়ে দেখার সুযোগ বা প্রয়োজন ছিল না। তখন আমাদের প্রধান অগ্রাধিকার ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা।”
ভবনের স্থাপনা এবং নিরাপত্তা বিষয়েও বক্তব্য রাখেন অধ্যক্ষ। তিনি জানান, ছোটদের শ্রেণিকক্ষ হওয়ায় জানালায় গ্রিল বসানো হয়েছে। ভবনটি রাজউক ও বেবিচকের (বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) নিয়ম অনুযায়ীই নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “এই এলাকায় আমাদের ভবন ছাড়াও অনেক উচ্চ ভবন রয়েছে। এমনকি মেট্রোরেলের কিছু অবকাঠামো আমাদের ভবনের চেয়েও উঁচু। পুরো এলাকাই হাইরাইজ ভবনঘেরা।”