মালদ্বীপের স্বাধীনতা দিবসে জামায়াতের শুভেচ্ছা বার্তা ও অংশগ্রহণ
মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘শেরাটন ঢাকা’র বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রদত্ত এক শুভেচ্ছা বার্তা মালদ্বীপ হাইকমিশনার শিউনিন রশিদের হাতে তুলে দেন।
শুভেচ্ছা বার্তায় দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।