Breaking News:

মোংলায় বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৩৪ ভারতীয় জেলে আটক

মোংলা (বাগেরহাট)

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় মোংলা বন্দরের কাছে বঙ্গোপসাগর থেকে দুইটি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (১৪ জুলাই) গভীর রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া–সংলগ্ন গভীর সমুদ্র থেকে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ভারতীয় মাছ ধরার ট্রলারসহ এসব জেলেকে আটক করা হয়। ট্রলার দুটিতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ, যার মধ্যে ইলিশও রয়েছে, তা জব্দ করা হয়েছে।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, নৌবাহিনীর নিয়মিত টহলকালে রাডারে সন্দেহজনক ট্রলার শনাক্ত হলে সেটির দিকে এগিয়ে যায় নৌবাহিনীর সদস্যরা। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে ট্রলার দুটি আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং আটক জেলেদের ও ট্রলার দুটি মোংলা থানায় হস্তান্তর করা হবে আইনি ব্যবস্থার জন্য।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!