গাজায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
১৫ জুলাই ২০২৫
যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজা উপত্যকায় থামছে না ইসরাইলের নৃশংস সামরিক অভিযান। সোমবার (১৪ জুলাই) ইসরাইলি বাহিনীর হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৮ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া নিরীহ মানুষ। খবর আল জাজিরা ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র।
দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে চালানো ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। ওই ত্রাণ কেন্দ্রটি পরিচালনা করছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (Gaza Humanitarian Foundation – GHF)। চলমান যুদ্ধের মধ্যে ত্রাণকেন্দ্রগুলোতেও একের পর এক হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা।
ওয়াফার তথ্য অনুযায়ী, ত্রাণকেন্দ্রে হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৮ জনে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।
মানবিক সহায়তার নামে পরিচালিত কেন্দ্রেও এমন হামলা আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। যুদ্ধবিরতির আহ্বান অব্যাহত থাকলেও বাস্তব পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।
