Breaking News:

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।

সোমবার (১৪ জুলাই) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুইপক্ষের মধ্যে বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, অবকাঠামোগত উন্নয়ন, এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়। ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের সহযোগিতার প্রশংসা করেন এবং নতুন সরকারের উন্নয়ন কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!