Breaking News:

দেশের ৯ অঞ্চলে রাতেই ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে আজ রাতেই ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় আবহাওয়ার এক বিশেষ বার্তায় জানানো হয়, আজ রাত ১টার মধ্যে ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়—রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, খুলনা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বাসিন্দা এবং নৌপথে চলাচলকারীদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!