Breaking News:

পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান, ওসির অপসারণের দাবি

প্রতিবেদক: মনোহরগঞ্জ নিউজ ডেস্ক | চট্টগ্রাম থেকে

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূরের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে তারা থানার প্রবেশপথে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

🔴 কী ঘটেছিল?

সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের দিকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে-কে আটকের পর থানায় সোপর্দ করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনএনসিপি‘র নেতাকর্মীরা। তবে দীপঙ্করের নামে কোনো মামলা না থাকায় ওসি তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উত্তেজনা বাড়ে, একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ

সংঘর্ষে আহত হন:

  • রিদওয়ান সিদ্দিকী – যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর
  • সাইদুর রহমান – মহানগর সংগঠক, এনসিপি
  • আরও কয়েকজন কর্মী

তাদেরকে আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

📣 কী বললেন আন্দোলনকারীরা?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন,
“যতক্ষণ না পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ করা হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে। পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। এর সুষ্ঠু তদন্ত চাই।”

👮 পুলিশের প্রতিক্রিয়া

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান,
“তারা থানার সামনে অবস্থান নিয়েছে, আমরা তাদের দাবিগুলো শুনেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছি। শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা চলছে।”

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!