Breaking News:

জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশের আহ্বান জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের

মনোহরগঞ্জ নিউজ ডেস্ক | ঢাকা |

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জোরালোভাবে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির আগেই ‘জুলাই সনদ’ প্রকাশ করতে হবে। তিনি বলেন, ‘‘আমরা যদি এখনো সনদ প্রকাশ করতে ব্যর্থ হই, তবে হাজারো শহীদের আত্মত্যাগকে ব্যর্থ করে ফেলা হবে, আর আগামী প্রজন্ম ‘জুলাই যোদ্ধাদের’ সন্ত্রাসী হিসেবে মনে করতে পারে।’’

আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজধানীর পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার বারবার সময় দিয়েও সনদ প্রকাশে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়াই এই ব্যর্থতার মূল কারণ। আমরা আর দেরি করতে পারি না। এই জুলাই মাসেই আমাদের উচিত হবে ‘জুলাই সনদ’ প্রকাশ করে আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা জনগণের সামনে তুলে ধরা।’’

রাশেদ প্রধান আরও বলেন,

‘‘হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই আন্দোলনের পর যদি অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের তালিকা প্রকাশে ব্যর্থ হয়, তাহলে এ ব্যর্থতা ইতিহাস ক্ষমা করবে না।
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ—এসব ইস্যুতে ব্যর্থতা জাতিকে ব্যথিত করে।’’

দেশব্যাপী গণসংযোগ ও ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা

তিনি জানান,
* আগামী আগস্ট মাসের ৬ তারিখে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
* পাশাপাশি দেশব্যাপী গণসংযোগ এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে জাগপা।

অন্যান্য বক্তারা বলেন:
দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন—
জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ভিপি মুজিবুর রহমান, মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!