নিউমার্কেটের সিটি কমপ্লেক্স থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর নিউমার্কেট এলাকার সিটি কমপ্লেক্সের একটি ১২ তলা ভবন থেকে ফাতেমা আনোয়ার ইশা (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) চতুর্থ বর্ষে পড়াশোনা করছিলেন।
রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত ইশার বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার রুপিদা গ্রামে। তিনি মৃত আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে পরিবারসহ নিউমার্কেট এলাকার সিটি কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরবর্তীতে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তার পরিবারের বরাতে পুলিশ জানায়, ইশা ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটির শিক্ষার্থী। মৃত্যুর কারণ জানা যায়নি, তবে এ বিষয়ে তদন্ত চলছে।
