Breaking News:

এক অর্থবছরে রেকর্ড ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি অর্থবছরের দুইদিন বাকি থাকতেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স রেকর্ড গড়েছে। জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত ১১ মাস ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ডলার।

এর আগে কোনো অর্থবছরে এই পরিমাণ রেমিট্যান্স দেশে আসেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুনের ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৭ কোটি ডলার। এতে এই অর্থবছরের দুইদিন বাকি থাকতেই ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলার এসেছে।

গত অর্থবছরের একইসময় যা ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। সে হিসেবে রেমিট্যান্স বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ।

নতুন করে লিখে দাও

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!